নির্দেশনা পেলে তারেককে ফেরাতে তদবির চালাবো: পররাষ্ট্রমন্ত্রী
বিচার বিভাগ দিকনির্দেশনা দিলে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জোর তদবির চালানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি আমাদের (পররাষ্ট্র মন্ত্রণালয়) অনুরোধ করে অবশ্যই আমরা…। আমরা এরই মধ্যে ব্রিটিশ সরকারকে বলেছি, যারা অবৈধ এরকম লোক আছে, তাদের পাঠাতে। তারা এখনো পাঠায়নি। এটা বরং আপনি আমাদের বিচার বিভাগকে জিজ্ঞাসা করেন। তারা আমাদের দিকনির্দেশনা দেবে। নিশ্চয়ই তখন আমরা জোর তদবির চালাবো। কিন্তু পাঠানোর দায়দায়িত্ব তো ওই দেশের সরকারের।’
আরও পড়ুন>> তারেকের ৯, জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
তারেক রহমান কী স্ট্যাটাসে লন্ডন আছেন- জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘আমি সেটা বলতে পারবো না। এ মুহূর্তে আমি বলতে পারবো না। আমি আপনাদের মতো সর্বজান্তা না।’
গুলশানের একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কূটনীতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তারা করতে পারে। এটা ফ্রি কান্ট্রি। যে কেউ কাউকে দাওয়াত দিতে পারে।’
এসময় প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশে মোমেন বলেন, ‘আপনার অসুবিধা হয় ওরা ডাক দিলে?’ জবাবে ওই সাংবাদিক বলেন, ‘তারা নালিশ করে।’ এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নাশিল করে করুক। আমরা জনগণে বিশ্বাস করি। আমরা জনগণকে নিয়ে চলতে চাই। আমরা বিদেশি মুরব্বিদের অত পছন্দ করি না। তারা যদি উন্নয়ন সহায়ক হয় ভালো, বাকিটুকু আমরা চাই না।’
আরও পড়ুন>> ওমানে নারী এমপি সনিকে আটকের বিষয়ে জানেন না পররাষ্ট্রমন্ত্রী
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন>> হিংসা ও আক্রোশ থেকে তারেক-জোবায়দাকে সাজা: ফখরুল
দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে।
আইএইচআর/ইএ/জিকেএস