ডেঙ্গু নিয়ন্ত্রণে বাধা দেওয়ায় ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ এএম, ৩১ জুলাই ২০২৩

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই ব্যক্তির নাম মো. লিটন (৫৫)।

রোববার (৩০ জুলাই) কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান।

অভিযানকালে নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তখন ভবনটিতে মো. লিটন প্রধান মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মিথ্যা তথ্য দেন এবং আপত্তিকর আচরণের মাধ্যমে আদালতের কাজে বারবার বাধা দিতে থাকেন। তাকে কয়েকবার সতর্ক করলেও তাতে তিনি কর্ণপাত না করে বরং আরও বেশি মাত্রায় বাধা নেন। অবশেষে আদালত সরকারি কাজে বাধা দেওয়ায় দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া অভিযানে মোট ৫০৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১১ মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এমএমএ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।