রাজধানীতে সাবেক শ্রমিক নেতা গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ৩০ জুলাই ২০২৩

রাজধানীর শান্তিনগরে মো. মানিক (৪৫) নামে এক সাবেক শ্রমিক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

তাকে ঢামেকে নিয়ে আসা সাবেক শ্রমিক নেতা মো. ইসমাইল হোসেন বাচ্চু মিয়া বলেন, আমরা দুজন মালিবাগের দিকে হেঁটে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে মানিক মিয়া একটু সামনে চলে যাওয়া মাত্রই দুর্বৃত্তকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

আরও পড়ুন>> ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ

আহত মানিক শনির আখড়া এলাকায় থাকতেন বলে জানান ইসমাইল হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ মানিকের অবস্থা আশঙ্কজনক। তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

কাজী আল-আমিন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।