মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩০ জুলাই ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বার বার মিটিং করে আশ্বাস পেলেও উল্লেখযোগ্য কোনো সাড়া পাচ্ছি না।

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো মাদক উৎপাদক দেশ নয়। ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঘটছে। সীমান্তে মাদকের অবৈধ অনুপ্রবেশ বন্ধে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং আমরা করে যাচ্ছি। ভারতের সঙ্গে এ পর্যন্ত সাতটি, মিয়ানমারের সঙ্গে পাঁচটি বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা সব সময়ই বলে থাকি, ভারত আমাদের সঙ্গে কো-অপারেশন (সমন্বয়) করছে। তারা বিভিন্ন জায়গায় ফেনসিডিল কারখানাগুলো বন্ধ করেছে। আমরা তাদের সব সময়ই আমাদের দেশে যেন মাদক না আসে, সে অনুরোধ করি। তারা সাড়া দিয়ে থাকে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, মিয়ানমার থেকে আমরা উল্লেখযোগ্য সাড়া পাচ্ছি না। বৈঠকে সব সময়ই তারা ইতিবাচক কথা বলছে, কিন্তু মাদক কমানোর জন্য কোনো ধরনের সাড়া পাচ্ছি না।

আরও পড়ুন: ৩০ গ্রাম হেরোইন পাচার, নারীর মৃত্যুদণ্ড কার্যকর

মাদকের বিরুদ্ধে সরকারের নানান কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নানান কাজ করে যাচ্ছি‌। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী কাজে অবদান রাখা ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন মন্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আরএসএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।