গাজায় নিহত ২৯৪, বান কি মুন যাচ্ছেন


প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৯ জুলাই ২০১৪

ফিলিস্তিন অধিকৃত গাজায় ইজরায়েলি বর্বর হামলার ১১তম দিনে নিহতের সংখ্যা ২৯৪- এ পৌঁছেছে। এরমধ্যে দুইজন ইজরায়েলি নিহতের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে এক সেনা গাজায় হামলা চালানোর সময় নিহত হয়েছে। হামলা বন্ধে ইজরায়েল ও হামাসকে অস্ত্রবিরতি চুক্তিতে রাজী করাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে ইজরায়েলি এ হামলা বন্ধের আহ্বানের পর সংস্থাটির মহাসচিব শনিবার মধ্যপ্রাচ্যে যাবেন বলে জানানো হয়েছে। এ সফরে হামলা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাবেন বান কি মুন। খবর আলজাজিরার।

সম্প্রতি ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস ইজরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এ বিষয়ে ফোনালাপ করেছেন।

এদিকে শুক্রবার মিসরের রাজধানী কায়রোতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াসের সঙ্গে আলোচনাকালে হামাসকে অস্ত্রবিরতিতে সম্মত করাতে কাতার ও তুরস্ককে চাপ দেওয়ার আহ্বান জানান আব্বাস।

এ ছাড়া ইজরায়েল-হামাস অস্ত্রবিরতিতে মিসর মধ্যস্ততাকারী হিসেবে নিয়মিত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এমন অবস্থায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি পরিস্থিতিকে আরও ভয়াবহের দিকে ঠেলে দিচ্ছে। তিনি গাজায় আরও বিস্তৃত আকারে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন শুক্রবার। ইতোমধ্যে গাজায় ইসরায়েলি ট্যাংক ও সাজোয়া যান প্রবেশ করেছে। ওগুলো থেকে বেশ কয়েকটি হামলা পরিচালনা করা হয়েছে।

ইজরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য আরও ১৮ হাজার সৈন্য রিজার্ভ রাখা হয়েছে। এ নিয়ে চলতি হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি সৈন্যের পরিমাণ ৬৫ হাজারে দাঁড়াবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।