পাল্টাপাল্টি সমাবেশ
সকাল থেকেই ঢাকার রাস্তা ফাঁকা
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। অপরদিকে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে একই সময়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন।
আজ সাপ্তাহিক ছুটির দিন, সঙ্গে যুক্ত হয়েছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের সমাবেশ। ফলে আজ সকাল থেকেই বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটাই কম।
আরও পড়ুন> দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ/ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ‘স্পেশাল ফোর্স’
সকাল ১১টা নাগাদ রাজধানীর শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্থান, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, শিক্ষা ভবন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, বিশ্বরোড, গাবতলী, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় যান চলাচল খুবই কম ছিল। তবে রিকশা, মোটরসাইকেল, সিএনজি চলাচল করতে দেখা গেছে।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এমন একই ধরনের দৃশ্য চোখে পড়ে।
সকাল সাড়ে ১০টা নাগাদ চানখাঁরপুল এলাকায় হানিফ ফ্লাইওভারের প্রবেশ ও বের হওয়া সড়ক ছিল অনেকটাই ফাঁকা। এছাড়া শিক্ষা ভবন, হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকায়ও ছিল একই চিত্র।
মিরপুর কালশি, বিশ্বরোড, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা লিংক রোড এলাকা ঘুরে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু জানান, সকাল ১০টা নাগাদ মিরপুর কালশি, বিশ্বরোড, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা লিংক রোড এলাকায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। গাড়ির কোনো চাপ ছিল না। হাতেগোনা দুই একটি গাড়ি দেখা গেছে। সড়কে গাড়ি কম থাকায় এসব যাত্রীদের চাপ ছিল বেশি।
গাবতলী, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় জানান, সকাল সাড়ে ১০টা নাগাদ গাবতলী, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ফাঁকা ছিল। সড়কে গাড়ির চাপ নেই। মানুষও তেমন নেই।
আরও পড়ুন> দু’দলের সমাবেশ/ ছুটির দিনে মহাসড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা
সড়কে গাড়ি কম থাকায় রিকশা আর মোটরসাইকেলের দাপট দেখা গেছে বলেও জানান তিনি।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ফাঁকাই ছিল। যানবাহনের বাড়তি কোনো চাপ ছিল না বলে জানান বাস চালক ও ট্রাফিক পুলিশের সদস্যরা। রাজধানীর জিপিও এর সামনে সকাল ১১ টায় মানিক নামের এক চালক জাগো নিউজকে বলেন, মিরপুর থেকে সকালেই গাড়ি নিয়ে এসেছি। রাস্তা অনেকটাই ফাঁকা ছিল। রাস্তায় গাড়ি কম। যাত্রীও বেশি নাই।
শিক্ষা ভবনের মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, সাপ্তাহিক ছুটির দিন। এর পাশাপাশি বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ। ফলে সকাল থেকে গাড়ি চলাচল খুবই কম। সাধারণ মানুষ হয়তো একেবারে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।
আরএসএম/এসএনআর/জিকেএস