বিএনপির মহাসমাবেশ
নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগের পরামর্শ পুলিশের
রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, গোলাপবাগ মাঠে বিএনপিকে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সমাবেশে ক্ষতি ৭৮ হাজার, সংস্কারে ফিরেছে নান্দনিক রূপ
তিনি বলেন, তবে তাদের (বিএনপি) এখনো কোথাও অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।
এর আগে দুপুরে রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচিতে যেন জনগণের ভোগান্তি না হয়, হলে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।
আরও পড়ুন: মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারা (রাজনৈতিক দল) যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন। যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠিসোঁটা বা ব্যাগ না নিয়ে আসেন। যাতে বিস্ফোরক বা সাপোর্টাইজ না থাকতে পারে।
আরও পড়ুন: মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চায় বিএনপি
গত সোমবার মহাসমাবেশের জন্য জায়গা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। চিঠিতে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলেছে। ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে দলটি।
আরও পড়ুন: ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি
আওয়ামী সরকারের পদত্যাগের জন্য একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে।
টিটি/কেএসআর/জিকেএস