পর্বত প্রকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ : রাষ্ট্রপতি
পর্বত প্রকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ। এখানে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রা যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি তা জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় বারের মত বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পর্বত দিবস পালন করছে।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, দিবসটি পালনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম ও দেশের অন্যান্য পার্বত্য অঞ্চলের জীবন ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে আমাদের পাহাড় অঞ্চলে যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে তার সাথে খাপ খাইয়ে জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক পর্বত দিবস ভূমিকা রাখবে।
বিশ্ব পর্বত দিবসের এবারের প্রতিপাদ্য মাউন্টেন ফার্মিংকে সামনে রেখে পালিত এ দিবস পার্বত্য অঞ্চলের মানুষের টেকসই ভবিষ্যৎ গঠনের মৌলিক উপাদানসমূহ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও রাষ্ট্রপতি তার বাণীতে বলেন।
‘আন্তর্জাতিক পর্বত দিবস-২০১৪’ এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।