ধর্ম প্রতিমন্ত্রী

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণ দ্রুত শুরু হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৬ জুলাই ২০২৩

চট্টগ্রামের জাতীয় মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। একই সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদের অসমাপ্ত কাজও শেষ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন- আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে শেখ হাসিনা সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি জমিয়াতুল ফালাহ্ মসজিদ ও কমপ্লেক্স-এর সংস্কার কাজও দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সভার সভাপতি ছিলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল মাহমুদ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী প্রমুখ।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।