দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৪ জুলাই ২০২৩

অকারণে মামলা না দেওয়া ও নীতিমালা প্রণয়নসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দেশব্যাপী ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাতে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা মালিক সমিতির ছয় সদস্যের প্রতিনিধি দল আলোচনা করতে পুলিশ সদর দপ্তরে গিয়েছিলাম। সেখানে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকলে কোনো ধরনের মামলা দেওয়া হবে না। তিনি আমাদের অনুরোধ করেছেন, যেহেতু এ মুহূর্তে ডেঙ্গু মহামারির মতো ধারণ করতে যাচ্ছে, তাই এসময়ে যেন আমরা কোনো আন্দোলনে না নামি।

আরও পড়ুন>> মধ্যরাত থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

গোলাম মোস্তফা বলেন, তার কথায় আশ্বস্ত হয়ে এবং বিআরটিএ’র চেয়ারম্যান আমাদের জানিয়েছেন, তিন মাসের মধ্যে নীতিমালা করে দেওয়া হবে। এ দুই আশ্বাসে আমরা আপাতত ধর্মঘট স্থগিত করছি। যদি আগামী তিন মাসের মধ্যে নীতিমালা না হয় তখন আর সময় দিয়ে নয়, সরাসরি ধর্মঘটে নেমে যাবো।

এর আগে রোববার (২৩ জুলাই) বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা ও নীতিমালা প্রণয়নসহ ৬ দফা দাবি আদায়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দেয়।

সোমবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে জানায় সংগঠনটি।

এএএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।