আবহাওয়ার খবর: ২৪ জুলাই ২০২৩
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।
আজ শ্রাবণ মাসের ৯ম দিন। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি যেসব এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা (রাজশাহী) |
৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস |
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (বান্দরবান) |
২৫ ডিগ্রি সেলসিয়াস |
আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা |
২৮.৬ ডিগ্রি সেলসিয়া্স |
আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা |
৩৬.১ ডিগ্রি সেলসিয়াস |
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। |
|
ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। |
|
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। |
আরএমএম/এমএইচআর/জেআইএম