শাহজালালে স্বর্ণসহ সিভিল এভিয়েশনের কর্মচারি আটক


প্রকাশিত: ০৩:১০ এএম, ১৯ জুলাই ২০১৪

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণ, ১৬ হাজার ডলারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারিকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এছাড়ও বিপুল পরিমাণ রফতানিযোগ্য চোরাই পণ্যসহ দুইজনকে আটক করেছে কাভার্ডভ্যানযোগে এয়ার এলাইন্সের ১০ কার্টন পণ্য চুরি করে বিমানবন্দর ত্যাগ করার সময় আরো দুইজনকে আটক করেছে এপিবিএন। আটকরা হলেন আব্দুস সাত্তার (২০) ও মোহাম্মদ ইউসুফ (৩০)।

এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, আটকরা একটি কাভার্ডভ্যান (ঢাকা  মেট্রো ম ১১-০৮৩১) যোগে চোরাই পণ্যসহ পালানোর সময় সিভিল এভিয়েশনের সদর দপ্তরের সম্মুখ  থেকে এপিবিএন সদস্যদের হাতে ধরা পড়েন। তাদের কাছ থেকে উদ্ধার পণ্যের দাম প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।