ঢাকা উত্তর সিটি করপোরেশন
ফিলিং স্টেশন ও বিপণিবিতানে পাবলিক টয়লেট নির্মাণের নির্দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব পেট্রোলপাম্প ও সিএনজি স্টেশন এবং বিপণিবিতানে পাবলিক টয়লেট স্থাপনের নির্দেশনা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। ঢাকার পাবলিক স্যানিটেশন বিষয়ে দক্ষিণ এশীয় অংশীজনদের নিয়ে এ গোলটেবিলের আয়োজন করে ওয়াটারএইড, অ্যাডমিনিস্টেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্ক।
আরও পড়ুন: ডেঙ্গুতে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যুতে মেয়র আতিকের দুঃখ প্রকাশ
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় যেখানেই ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে, সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করছে ডিএনসিসি। কিন্তু শহরে নাগরিকদের চাহিদার তুলনায় পাবলিক টয়লেটের সংখ্যা খুবই কম। এতে চলতি পথে নারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।

তিনি বলেন, ডিএনসিসির আওতাধীন এলাকায় অনেক সিএনজি স্টেশন এবং পেট্রোল পাম্প রয়েছে। প্রতিটি পাম্প এবং স্টেশনে একটি করে পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। সেখানে নারী-পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে।
আরও পড়ুন: এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণের সব থানায় চিরুনি অভিযান
ডিএনসিসি মেয়র বলেন, পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশনে পাবলিক টয়লেট সংশ্লিষ্ট মালিকেরা নিজ খরচে নির্মাণ করবেন। এটি বাস্তবায়ন এবং তদারকি করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। যে পাম্পে পাবলিক টয়লেট থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে সিটি করপোরেশন তার সাধ্যমত নগরের বিভিন্ন এলাকায় আরও পাবলিক টয়লেট নির্মাণ করবে।
এমএমএ/এমআইএইচএস/জেআইএম