চা বোর্ডের চার কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৮ জুলাই ২০২৩

বাংলাদেশ চা বোর্ডের দুজন কর্মকর্তা এবং দুজন কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) চা বোর্ডের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

জনসেবা প্রদান এবং কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার জন্য গ্রেড ২-৯ ক্যাটাগরিতে যৌথভাবে অর্থনীতিবিদ এম আহসান হাবিব এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম খাঁন; গ্রেড ১০-১৬ ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শামীমা হোসেন এবং গ্রেড ১৭-২০ ক্যাটাগরিতে অফিস সহায়ক মো. আবু তাহের পাটোয়ারীকে শুদ্ধাচার পুরষ্কার দেওয়া হয়।

আইএইচআর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।