জেপি নেতা সালাম বাহাদুর হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৮ জুলাই ২০২৩

জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বাহাদুর (৫২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত এবং তাদের গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক সালাম বাহাদুর ওরফে আবদুস সালাম মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

তবে কতজন আসামি গ্রেফতার হয়েছে তা জানাননি তিনি। এ বিষয়ে বুধবার (১৯ জুলাই) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পারিবারিক সূত্র জানায়, সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন।

পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত শনিবার (১৫ জুলাই) দিনগত মধ্যরাতে লাল রঙের একটি প্রাইভেটকার থেকে এক তরুণ ও এক তরুণী সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে জেপি নেতা সালামের মরদেহ ফেলে যান।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার হাত ও হাতের কবজি ভাঙা ছিল এবং পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা ছিল।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আবদুল করিম গত রোববার (১৬ জুলাই) শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

টিটি/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।