রেমিট্যান্স নিয়ে প্রবাসীদের সচেতনতা বাড়াতে সিডনিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৮ জুলাই ২০২৩

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১৪ জুলাই বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল সিডনির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মমতা বি চৌধুরী।

এসময় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভোলপমেন্টবন্ডে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সেমিনারে উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা বলেন, বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানো মাধ্যমে তারা নিজেরা ও দেশ উপকৃত হচ্ছে। বক্তারা উল্লেখ করেন প্রবাসীদের অবদান উৎসাহিত করতে ২০১৯ সাল থেকে সরকার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর সরাসরি নগদ প্রণোদনা দিচ্ছে। বর্তমানে ২.৫ শতাংশ হারে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

প্রবাসীরা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণার্থে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

আইএইচআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।