পৌরসভায় ৫০-৮০ শতাংশ ভোট পড়েছে: ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৭ জুলাই ২০২৩

পৌরসভাগুলোতে ৫০ থেকে ৮০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোটার উপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ঢাকার ব্যাপারে যেটি বলা হয়, সেটি খুবই কম। তবে একজাক্ট কত শতাংশ সেটা আমরা পাইনি। খুবই কম ভোট পড়েছে। সব হিসাব করার পর ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে, সর্বোচ্চ ১৪ থেকে ১৫ শতাংশ ভোট পরতে পারে। তবে পৌরসভাগুলোতে সর্বোচ্চ ৮০ শতাংশ ভোট পড়েছে, সর্বনিম্ন ৫০ শতাংশ।

আরও পড়ুন>> সর্বোচ্চ ১৫ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আলমগীর

নির্বাচনে যে ভোট পড়েছে সে ব্যাপারে আপনারা সন্তুষ্ট কি না- জানতে চাইলে ইসি আলমগীর বলেন, আসলে সন্তুষ্ট কী, আমরা চাই একটি সুষ্ঠু ভোট হোক। ভোটাররা কেন যায়নি, তার অনেক কারণ থাকতে পারে। সেটা আমি জানি না বা বলাও ঠিক হবে না। সেখানে অনেক কারণ থাকতে পারে।

এমওএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।