তিন মাসে মন্ত্রিসভার ৬৫ সিদ্ধান্তের ৩৪টি বাস্তবায়িত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৭ জুলাই ২০২৩
ফাইল ছবি

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে অর্থাৎ তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া ৬৫টি সিদ্ধান্তের মধ্যে ৩৪টি বাস্তবায়ন হয়েছে।

মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল- জুন) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: দুই কার্গো এলএনজি, ১৬ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মন্ত্রিসভার মোট পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৬৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। আর বাস্তবায়ন হয় ৩৪টি।

এ সময়ের মধ্যে দুটি নীতি/কর্মকৌশল, ছয়টি চুক্তি/প্রটোকল অনুমোদন করা হয়। এছাড়া সংসদে পাঁচটি আইন পাস করা হয়।

আরও পড়ুন: রাশিয়াসহ চার দেশ থেকে সার কিনবে সরকার, ব্যয় ১০৫৭ কোটি টাকা

এমএএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।