২ জেলায় নতুন ডিসি, দুজনকে অদলবদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৫ জুলাই ২০২৩

দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্প্রতি নিয়োগ দেওয়া দুই জেলায় ডিসি অদলবদল করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ জুন) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নওগাঁর ডিসি নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলা। মুন্সিগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে গত ৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদকে ভোলার ডিসি নিয়োগ দেওয়া হয়। তাকে আজকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন>> আরও ৮ জেলায় নতুন ডিসি

অন্যদিকে পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামানকে শরিয়তপুরের ডিসি করা হয়েছিল। কিন্তু উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নির্বাচনী এলাকাও শরীয়তপুর। তাই পিএসকে শরীয়তপুরে নিয়োগ দেওয়ার বিষয়টি সমালোচিত হয়।

পরে বৃহস্পতিবার আরিফুজ্জামানকে ভোলার ডিসি হিসেবে বদলি করা হয়।

আরএমএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।