প্লেনে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করতেন কক্সবাজারের রিসোর্ট মালিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৫ জুলাই ২০২৩

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক। তার সঙ্গে আরও চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আট হাজার ৮১২ পিস ইয়াবা।

গ্রেফতাররা হলেন রিসোর্ট মালিক ও চক্রের মূলহোতা কাজী জাফর সাদেক ওরফে রাজু (৩৮), আরাফাত আবেদীন (৩৮), তাহরিম ইসলাম রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬) ও সাদি রহমান (২৬)।

আরও পড়ুন: পুলিশ সোর্সরাই জড়িয়ে পড়ছেন মাদক বিক্রিতে

গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত এ অভিযান চলে।

ডিএনসি দক্ষিণের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, মঙ্গলবার ১১২ পিস ইয়াবাসহ বনানী থেকে গ্রেফতার হন আহম্মেদ সাবাব ও সাদি রহমান। আর তাহরিম ইসলাম রবিনকে গুলশান থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কক্সবাজারভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: এক মাসের মধ্যে শীর্ষ মাদক কারবারিদের নাম-ঠিকানা চান হাইকোর্ট

এরপর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে আরাফাত আবেদীন নামের এক ব্যক্তিকে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা থেকে গ্রেফতার করা হয় রিসোর্ট মালিক কাজী জাফর সাদেককে। তার কাছে পাওয়া যায় ৬ হাজার পিস ইয়াবা।

প্লেনে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করতেন কক্সবাজারের রিসোর্ট মালিক

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার কাজী জাফর ছাদেক রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে কক্সবাজার থানায় দুটি মামলা রয়েছে। তিনি কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক বলে জানা গেছে।

আরও পড়ুন: এবার দেশে মিললো আরেক ভয়ংকর মাদক ‘ডিওবি’

রাজুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসির এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার থেকে প্লেনে ইয়াবা ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় পৃথক মামলা হয়েছে।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।