পাঁচ বছরে দুই লাখ পদ সৃষ্টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গত পাঁচ বছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দুই লাখ পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই লাখ আটটি পদ সৃষ্টির সম্মতি দেওয়া হয়। এরপর পদ সৃষ্টির প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়। পরে নিয়োগ দেওয়া হয় শূন্যপদে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের চলতি মেয়াদে বিভিন্ন ক্যাডার পদে ১৬ হাজার ২৯ জন নিয়োগ দেওয়া হয়েছে।
শূন্যপদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ প্রক্রিয়া চলমান।
আইএইচআর/জেডএইচ/জেআইএম