রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের মামলা


প্রকাশিত: ১০:২৭ এএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মানি লন্ডারিং এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেল আড়াইটায় মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা। মামলা নং ১০।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ওমর ফারুক। তিনি জাগো নিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মানি লন্ডারিং এর ৪ ধারা এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো দায়েরকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।