সবসময় বাজারে কারও পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না: কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ পিএম, ০২ জুলাই ২০২৩
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাজারের ওপর কারও পুরোপুরি নিয়ন্ত্রণ সবসময় থাকে না, এটা ওঠানামা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন>>> কারও প্রেসক্রিপশনে নির্বাচন হবে না: কাদের 

সব নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, সবই নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশের বাজারে আপনাকে ফিক্সড করে দেওয়া নাই যে ছয়টার বেশি ডিম কিনতে পারবেন না, তিনটার বেশি টমেটো কিনতে পারবেন না। যেটা উন্নত দেশগুলোতে হচ্ছে।

উন্নত দেশগুলো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে পেরেছে, আপনারা পারেননি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, নিয়ন্ত্রণে আসেনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাদের তেলের দাম ১০ টাকা কমেছে, পেঁয়াজের দাম কমেছে। আমাদের (নিত্যপণ্যের দাম) কমেনি কে বললো? কোনটা উঠেছে, কোনটা বাড়ছে, ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন>>> মানুষের গরু কেনার সাধ্য আরও বেড়ে গেছে: কাদের 

তিনি বলেন, বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়। ক্ষমতার মঞ্চে যখন বসবেন, তখন কত ধানে কত চাল এটা বুঝবেন। এ দেশের মানুষকে আমরা কষ্টে থাকতে দেবো না, এটা আমাদের প্রতিজ্ঞা।

ওবায়দুল কাদের আরও বলেন, বাজার পরিস্থির ওপর সরকারের সেভাবে হাত ছিল না। বাজার পরিস্থিতি ওঠানামা হবেই। আজকের সংকটে ওঠানামার মাত্রাটা আরও বাড়বেই এটি খুব স্বাভাবিক। সবকিছু সরকারের কড়াকড়ির ওপর নির্ভর করে এমনটা মনে করার কোনো কারণ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের গরু কেনার সাধ্য তো আরও বেড়ে গেছে। কাজেই বাজারের ওঠানামাটা ভিন্ন জিনিস।

আরও পড়ুন>>> সাজানো ঘটনায় বিদেশিদের কাছে কাল্পনিক অভিযোগ করছে বিএনপি 

তিনি বলেন, আমরা তো খাদ্যে এখনো ভালো আছি। আমোদের কোনো খাদ্য সংকট এই মুহূর্তে নেই। অপেক্ষে করুন, কিছু বিষয় আছে, ওঠানামার মধ্যেই একসময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরে আসবে সেটা আমরা মনে করি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেটি প্রধানমন্ত্রী নিজেই স্বীকারোক্তি দিয়েছেন।

আইএইচআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।