পুলিশ সদস্য খুন

৪ ছিনতাইকারী গ্রেফতার, একজনের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০২ জুলাই ২০২৩

রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ জুন) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

আরও পড়ুন> ছুটি শেষে ঢাকায় ফিরে খুন হলেন পুলিশ সদস্য

রোববার (২ জুন) সকালে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. গোলাম সবুর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনস্টেবল মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গ্রেফতার চারজন পেশাদার ছিনতাইকারী কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এমনটিই মনে হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে শনিবার সকালে ঢাকায় ফেরেন। ট্রেনে ঢাকায় এসে তেজগাঁও। রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তার ওপর হামলা চালায় ছিনতাইকারীরা।

টিটি/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।