সুইডেনকে ক্ষমা চাইতে হবে: হুইপ স্বপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ এএম, ০২ জুলাই ২০২৩

পবিত্র কোরআন অবমাননা করায় সুইডেনকে ক্ষমা চাইতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

তিনি বলেন, সুইডেনকে রাষ্ট্রীয়ভাবে এই জঘন্য কর্মের জন্য মুসলমানসহ সমগ্র মানবজাতির নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে হবে। তারা ভবিষ্যতে এহেন অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করবে না এমন অঙ্গীকার করতে হবে। তাদের এমন কর্মকাণ্ড বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়

শনিবার সকালে জয়পুরহাটের শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চার অর্থ কোনো পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করার মতো জঘন্য কর্মে পৃষ্ঠপোষকতা করা নয়। পবিত্র কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত ধর্মগ্রন্থ।

তিনি আরও বলেন, পৃথিবীর ১৯০ কোটি ইসলাম ধর্মাবলম্বীর নিকট পবিত্রতম গ্রন্থ এটি। শুধু মুসলমান নয়, পৃথিবীর সব সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের নিকট সম্মানের গ্রন্থ কোরআন। প্রত্যেক ধর্মাবলম্বীর নিজস্ব ধর্মগ্রন্থ ও নৈতিকতা সম্পন্ন অমর বাণী রয়েছে। এক ধর্মে বিশ্বাসী অপর ধর্মের ধর্মগ্রন্থের বাণীর সঙ্গে মতপার্থক্য থাকলেও কোনো সুস্থ মানুষ অপর ধর্মগ্রন্থের প্রতি অবমাননা করে না। কেবলমাত্র বিকৃত মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানই অপর ধর্মগ্রন্থের প্রতি অবমাননা করে থাকে।

আরও পড়ুন: সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পেতে সমর্থন করবে না তুরস্ক: এরদোয়ান

জাতীয় সংসদের হুইপ আরও বলেন, একটি রাষ্ট্র যদি কোনো ধর্মগ্রন্থের অবমাননার পৃষ্ঠপোষকতা করে সেটি জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের অবমাননা কর্মে পৃষ্ঠপোষকতা করে কেবলমাত্র মুসলমান ধর্মাবলম্বী নয়, বিশ্বের মানবজাতিকে অবমাননা করেছে সুইডেন। আমরা মুসলমানরা অন্যদের ধর্মগ্রন্থ বা ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননা করি না।

এসইউজে/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।