প্রাথমিকের সমাপনী পরীক্ষা বাতিল দাবি


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৫ মার্চ ২০১৬

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল এবং শিক্ষা  ক্ষেত্রের অনিয়ম-কোচিং ও শিক্ষা বাণিজ্য নিষিদ্ধের দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন ` অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।  

সংবাদ সম্মেলনে সংগঠনের  সভাপতি জিয়াউল কবির বলেন, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি, অবৈধ ভর্তি-কোচিং ও শিক্ষা বাণিজ্য মহামারি রুপ নিয়েছে। নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠছে।

এসব কারণ উল্লেখ করে আইনের মাধ্যেমে কোচিং এবং শিক্ষা বাণিজ্য নিষেদ্ধের দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনে সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি সেলিম উদ্দিন, ফাহিম উদ্দিন, সদস্য শওকতউল আলম, আব্দুস সোবাহান, সোহেলী আক্তার তানি প্রমুখ।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।