নিরাপত্তা ইস্যুতে এবার সরানো হলো বিমান সচিবকে


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৪ মার্চ ২০১৬

সিভিল এভিয়েশন চেয়ারম্যানের পদত্যাগের পরদিনই পরিবর্তন আনা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব পদে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম গোলাম ফারুক। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে এই মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমকে করা হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিরাপত্তা ত্রুটির অজুহাত দেখিয়ে ঢাকা থেকে সরাসরি পণ্যবাহী বিমান চলাচলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে এ মাসের শেষের দিকে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধি দল। সব মিলিয়ে এ খাতটি নিয়ে একরকম বিপাকেই পড়েছে সরকার।

গত বছরের শেষ দিকে এরআগে একই কারণ দেখিয়ে সরাসরি পণ্যবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া।

দেশীয় পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ এ খাতটি নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। তবে অভিযোগকারী দেশগুলোর সব শর্তই মানা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এরই পরিপ্রেক্ষিতে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এসব গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে।

এরইমধ্যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সানাউল হককে সরিয়ে নিয়োগ দেয়া হয়েছে এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে।

আরএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।