ভারত সফরে আসছেন পুতিন


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৪

১০ ডিসেম্বর, বুধবার ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উদ্দেশ্য, পঞ্চদশ ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনে যোগদান।

পুতিনের সফরকালে দু দেশের মধ্যে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে চলেছে। যার মধ্যে থাকতে পারে ব্রাহ্মোস মিনি মিসাইল ডিলটিও। প্রতিরক্ষা ক্ষেত্র ছাড়া শিল্প, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ। ১৫ সদস্যের শিল্পপতি দল নিয়ে এ দেশে পা রাখতে চলেছেন পুতিন।  

এর আগে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। তবে কোনওবারই আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক বৈঠকে বসেননি তাঁরা। ভারতে বিশিষ্ট শিল্প সংস্থাগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন পুতিন। এছাড়াও সংসদে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।