আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত মহিলা বাস সার্ভিস


প্রকাশিত: ০৭:০০ এএম, ১৪ মার্চ ২০১৬
ফাইল ছবি

রাজধানী উত্তরার আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল মঙ্গলবার থেকে এ সার্ভিস চলবে।  

সোমবার সড়ক পরিহবন ও সেতু মন্ত্রণালয়ের এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৭টায় আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাসটি মহিলা যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকেল ৫টায় মতিঝিল থেকে পুনরায় আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে ছাড়বে।

এছাড়া চট্টগ্রামেও ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চালু হয়েছে মহিলা বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট হতে কাঠগড় চলাচল করছে।

এসএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।