২৯৫ যাত্রী নিয়ে মালয়েশিয়ান বিমান বিধ্বস্ত (ভিডিও)


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৭ জুলাই ২০১৪
ফাইল ছবি

২৯৫ যাত্রী ও ক্র নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালামপুর যাচ্ছিল। রাশিয়ার সীমান্তবর্তী এলাকা ইউক্রেনে এঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

মালয়েশিয়ার এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, এমএইচ১৭ ফ্লাইটের বোয়িং ৭৭৭ বিমানের সাথে বাংলাদেশ সময় সন্ধ্যায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবশেষ বিমানের অবস্থান ছিল ইউক্রেনের কাছের কোন স্থান।

বিমানটিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধোঁয়া ওড়ার ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে ইউটিউবে।
এর আগে গত ৮ মার্চ ২৩৯ যাত্রী ও ক্রু নিয়ে বোয়িং বি৭৭৭-২০০ একটি মালয়েশিয়ান  বিমান নিখোঁজ হয়। সেটির আর কোনো খোঁজ মেলেনি। ওই দিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।