গাবতলীতে অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার
রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আবদুল মান্নান (২২), মো. হাবিবুল্লাহ (৫৫), মো. রেজাউল করিম (৩০)।
মঙ্গলবার (১৪ জুন) সকালে এই তথ্য জানান র্যাব-৪ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার (১৩ জুন) র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি চক্রের তিন সদস্যসহ ১০০টি চেতনানাশক ট্যাবলেট ও তিন প্যাকেট ওরে ক্রিম বিস্কুটসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহন বাসে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলে কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করবে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিল। তাদের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরএসএম/এমআরএম/জেআইএম