ইয়াবা বিক্রির সময় পুলিশ গ্রেফতার
রাজধানীর মিরপুরে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দারুস সালাম থানার এক কনস্টেবলসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবলের নাম কামরুল হাসান। বৃহস্পতিবার গভীর রাতে ইয়াবা বিক্রির সময় এই চারজনকে গ্রেফতার করা হয়।
দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত অপর তিনজন হল রাফাতুল (২৩), জালাল (২৬) এবং শওকত (২৭)।
ডিউটি অফিসার নাজমুল জানান, বৃহস্পতিবার রাতে ছেলের অসুস্থতার কথা বলে কয়েক ঘণ্টার ছুটি নিয়ে কামরুল বাসায় যান। এর ঘণ্টাখানেক পরই খবর আসে তিনি ইয়াবাসহ ধরা পড়েছেন। তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, মিরপুর প্লাজার বিসমিল্লাহ ম্যানশন থেকে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটকৃত পুলিশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।