নিরাপত্তা ইস্যুতে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যানের পদত্যাগ


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৩ মার্চ ২০১৬

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় অবশেষে পদত্যাগ করলেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। রোববার সকাল ১১টার দিকে তিনি পদত্যাগ করেন। সিভিল অ্যাভিয়েশন সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের সূত্র ধরে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে প্রত্যাহার করা হয়।

এয়ার ভাইস মার্শাল এম সানাউল হকের পরিবর্তে বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে সিভিল অ্যাভিয়েশনের নতুন চেয়ারম্যান করার প্রস্তাব করা হয়েছে। তবে তিনি এখনো দায়িত্বভার গ্রহণ করেননি।

এমন এক পরিস্থিতিতে রোববার ঢাকায় আসছে যুক্তরাজ্যের এসিসি-৩ এর প্রতিনিধি। তাছাড়া এ মাসের শেষ সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের আরো একটি টিম। তাদের দেয়া পর্যবেক্ষণের ওপর নির্ভর করবে- কার্গো ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি-না।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।