সপরিবার সিঙ্গাপুরে ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১২ জুন ২০২৩
ফাইল ছবি

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। পরিবারের সদস্যদের নিয়ে সেখানে তোলা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা তার ১৩ দিনের ছুটি মঞ্জুরের প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে হারুন ও তার স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমনের কথা উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশীদ অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর অনুকূলে নিজ ও স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গমনের অনুমতি এবং এতদুদ্দেশ্যে ৩-৬-২০২৩ তারিখ অথবা ছুটি ভোগের তারিখ হতে ১৩ দিনের বহি:বাংলাদেশ ছুটি (অর্জিত ছুটি) মঞ্জুর করা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে তিনটি শর্তাবলি দেওয়া হয়-
১. এ ভ্রমণে বাংলাদেশ সরকারের আর্থিক সংশ্লেষ থাকবে না।
২. তিনি ছুটিতে থাকাকালীন প্রাপ্য বেতন-ভাতাদি বাংলাদেশি মুদ্রায় নেবেন।
৩. এ ছুটি ভোগের ক্ষেত্রে বিএসআর (Part-1) Appendix VIII এর Rule 34 সহ অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে।

ওই প্রজ্ঞাপন জারির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয় ডিবি প্রধানের বিদেশ সফর নিয়ে। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এমন কথা বলেন কেউ কেউ। অনেকেই লিখেছিলেন সিঙ্গাপুর দূতাবাস ডিবি হারুনের ভিসা বাতিল করেছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন হারুন অর রশীদ।

উদ্ভূত পরিস্থিতিতে ডিআইজি হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, একটি অশুভ চক্র যে কাজটি করছে এটি সম্পূর্ণ গুজব। নিজস্ব মনগড়া তথ্য দিয়ে ফেসবুকে ভিউ বাড়াতেই এমনটা করা হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য টাকা কামানো ও পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।