ফয়জুলের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১২ জুন ২০২৩

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে।

সোমবার (১২ জুন) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব ইউনুছ আহমাদ নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেন।

সমাবেশের পর মিছিল নিয়ে বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পল্টনে মোড় এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এসময় ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলা প্রমাণ করে যে নির্বাচন কমিশন একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ। বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসন কোনোভাবেই এর দায়ভার এড়াতে পারে না।’

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, শ্রমিক নেতা খলিলুর রহমান, যুবনেতা মুফতি মানসুর আহমদ সাকী, নগর উত্তর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, দক্ষিণ সহ-সভাপতি হাজি আনোয়ার হোসেন, সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, এমএম শোয়াইব, ছাত্র নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

এসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।