ডেসকোর ফেসবুক পেজ হ্যাকড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১০ জুন ২০২৩

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (১০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে পেজটি হ্যাক করা হয় বলে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ দুষ্কৃতকারীদের দ্বারা হ্যাকড হয়েছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম পেজটি পুনঃউদ্ধারে কাজ করছে। পেজটি পুনঃউদ্ধার না হওয়া পর্যন্ত ওই পেজে কোন ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকা এবং যেকোনো পোস্ট এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। পেজটি উদ্ধারের পর সবাইকে অবহিত করা হবে।

আরএমএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।