ঢাকা-টঙ্গী রুটে ডেমু ট্রেন উদ্বোধন
টঙ্গী রেলস্টেশনে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী মজিবুল হক। ফিতা কেটে মঙ্গলবার সকালে অনুষ্ঠানিকভাবে আরও এক জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্য দেশের রেল সড়ককে আধুনিকায়নে ঢেলে সাজানো হচ্ছে।’
তিনি বলেন, ‘উন্নয়নের এ ধারাবাহিকতায় রাজধানীর লাগোয়া অফিসগামী ও বিভিন্ন চাকুরীজীবী যাত্রীদের চাহিদার বিপরীতে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে আরও একজোড়া ডেমু ট্রেন সার্ভিস চালু করেছে সরকার।’
জানা যায়, ৬০০ যাত্রী ধারণক্ষমতার চীন থেকে আমদানি করা ট্রেন দুটি টঙ্গী থেকে সকাল ৭.৪০ মিনিটে ও ঢাকা থেকে ৫.২৫ মিনিটে সপ্তাহের শুক্রবার বাদে বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে প্রতিদিন চলাচল করবে।