কবি রফিক আজাদের মৃত্যুতে স্পিকারের শোক


প্রকাশিত: ১২:০২ পিএম, ১২ মার্চ ২০১৬
ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় স্পিকার বলেন, কবি রফিক আজাদ ছিলেন দেশের একজন বরেণ্য কবি ও বীর মুক্তযোদ্ধা। তিনি ছিলেন মানবতার কবি। আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। তার এই মৃত্যু সাহিত্যাঙ্গনে জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্পিকার তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও কবি রফিক আজাদের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এইচএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।