মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৩২ এএম, ০৭ জুন ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এমটি সেকশনে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ জুন) দুপুর পৌনে ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ফোর-এইচ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানের চালক মো. কলিম উল্লাহকে (৩৫) আটক করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ট-১৩-২২৪৮) জব্দ করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুপুরে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন কনস্টেবল জাহাঙ্গীর। এ সময় বালুছড়া এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ইকবাল হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।