গাছ লাগিয়ে কাজ শুরু করলেন ডিএনসিসির চিফ হিট অফিসার
রাজধানীর তাপমাত্রা সহনীয় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নিজের কার্যক্রম শুরু করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।
মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ডিএনসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সমঝোতা চুক্তি হয়। পরে বুশরা আফরিনকে ডিএনসিসি এলাকায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয় আর্শট-রক।
আরও পড়ুন: ঢাকা উত্তরের ‘চিফ হিট অফিসার’ হলেন মেয়র আতিকের মেয়ে বুশরা
আজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, আমার মূল টার্গেট তাপমাত্রা কমানো। আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি। তবে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।
তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও অন্য পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হিট অফিসার বলেন, বৃক্ষরোপণ ছাড়াও আরও কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি এখনো রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার- এমন নানান পরিকল্পনা রয়েছে আমাদের।
আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কমাতে কাজ করবে আরশট-রকফেলার ফাউন্ডেশন
তিনি বলেন, তবে আমরা যে ধরনের পরিকল্পনা নিয়েছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে। কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি। এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে।
এমএমএ/কেএসআর/এএসএম