মসজিদুল হারাম থেকে বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৪ জুন ২০২৩
নিখোঁজ আবদুল হক

পবিত্র হজ পালন করতে গিয়ে মসজিদুল হারাম থেকে আবদুল হক নামে এক বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) নিখোঁজ হন তিনি।

জানা গেছে, ওইদিন তিনি হোটেল থেকে বের হয়ে আসরের নামাজ পড়তে মসজিদুল হারামে যান। এরপর আর হোটেলে ফেরেননি। আবদুল হক নোয়াখালীর সেনবাগের বাসিন্দা।

আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন বলেন, আমার আব্বা ও আম্মা বৃহস্পতিবার (১ জুন) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরিফ যান। শুক্রবার আসরের নামাজের পর মসজিদুল হারাম থেকে বাবা হারিয়ে যান। দুর্ভাগ্যক্রমে তার সঙ্গে আইডি কার্ড, মোবাইল ও প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছিল না। সৌদি পুলিশ, সৌদির কেন্দ্রীয় হজ অফিস এবং বাংলাদেশের হজ মিশনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা পাঞ্জাবি-পাজামা ছিল।

মক্কায় কেউ তাকে খুঁজে পেলে নিচের ঠিকানা বা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। হোটেল আল সাফওয়া রয়েল অর্কিড (মক্কা), মোবাইল: ০৫৪৮৯২৯৩৬১ (মাহমুদ), ০১৬৭০৩১৮৩৫১ (মামুন, বাংলাদেশ)।

এমওএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।