৯ আসামি প্রকাশ্যে ঘুরলেও পুলিশ খুঁজে পাচ্ছে না


প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ। আলোচিত এই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অনেকে প্রকাশ্যে রাজধানীর বুকে দাপিয়ে বেড়াচ্ছেন। যদিও পুলিশের চোখে তারা `পলাতক`। অভিযোগ রয়েছে, পুলিশের অসৎ কিছু কর্মকর্তা ও ছাত্রলীগ নেতার মাধ্যমে সুবিধা নিয়ে গ্রেফতার এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন আসামিরা। বিশ্বজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ২১ আসামির মধ্যে বর্তমানে কারাগারে আছেন আটজন। বাকি ১৩ জনের মধ্যে চারজন বিদেশে পালিয়েছেন। আর নয় আসামি দেশে অবস্থান করছেন।        

অনেককে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানেও হরহামেশা দেখা যায়। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। দীর্ঘ দিনেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশ বিশ্বজিতের পরিবারের সদস্যরা। ১৩ আসামি গ্রেফতার না হওয়ায় বিশ্বজিতের পরিবারও আতঙ্কে আছেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের পাশে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করা ওই হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে অভিযোগপত্র দেয়।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর ওই হত্যা মামলার রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। জানা গেছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাজন তালুকদার কলকাতায় রয়েছেন। তিনি ওই দেশের বিজিপির (ভারতীয় জনতা পার্টি) রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তার ফেসবুক থেকে এই তথ্য জানা গেছে। কয়েক মাস ধরে তিনি ফেসবুকে দেশের রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে তোলা পুরনো ছবি আপলোড করেছেন। তার ফেসবুকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় কমিটির অর্ধশতাধিক নেতাকর্মী বন্ধু রয়েছেন।

বিশ্বজিতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চলে আসায় গণমাধ্যমকর্মীরা তৎপর হওয়ার কারণে রাজন তার এই সামাজিক মাধ্যমে বন্ধুদের লিস্ট এখন প্রাইভেসি দিয়ে রেখেছেন।

আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূরে আলম লিমন মিরপুরের একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। মাঝে মধ্যে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবন করতে আসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। এর পর থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন লিমন। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়। এখন বিশ্বজিৎ হত্যা মামলার পরোয়ানা মাথায় নিয়ে রাজধানীতে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তবে সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, লিমনকে খুঁজে না পাওয়ার কারণে গ্রেফতার করা যাচ্ছে না। পলাতক অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি কামরুল হাসান ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সবুজের সঙ্গে আঁতাত করে প্রশ্ন ফাঁস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষায় মুঠোফোনে এসএমএস বাণিজ্য করেছেন বলে জানা যায়। রাত ৯টার পর জাতীয় জাদুঘরের সামনে নিয়মিত আড্ডা দেন তিনি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরেক আসামি আল-আমিন শেখ মামলার রায় হওয়ার পরই কলকাতায় চলে যান। তিনি কলকাতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক সহসভাপতি বলেন, ঘটনার সময় আল-আমিন উপস্থিত থাকলেও বিশ্বজিৎকে কোনো আঘাত করেননি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওবায়দুল কাদের দুবাই ও তারিক বিন জোহর সিঙ্গাপুর আছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সৌজন্যে : সমকাল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।