রূপায়ণ শেলফোর্ড ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, ১৭ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ এএম, ০২ জুন ২০২৩
আগুন লেগেছে এই ভবনে

রাজধানীর শ্যামলীতে রূপায়ণ শেলফোর্ড ভবনের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩টি ইউনিট।

বৃহস্পতিবার (১ জুন) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ভবনটি থেকে এখন পর্যন্ত ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এরমধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। এখনো আগুন নেভানো ও উদ্ধার কাজ চলছে।

আরও পড়ুন: শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে আগুন

এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ২০তলা ভবনটির সপ্তমতলায় আগুন লাগে।

আরএসএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।