সায়েদাবাদে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০১ জুন ২০২৩

রাজধানী যাত্রাবাড়ি থানার দক্ষিণ সায়েদাবাদ এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ ফরিদপুর-কেন্দ্রিক মাদকপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতাররা হলেন, মো. লাভলু আকন্দ (২৭) ও মো. মোশারফ মাতুব্বর (৪১)।

বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩১ মে) রাতে ঢাকা মেট্রোঃ কার্যালয়ের (দক্ষিণ) মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ি থানার দক্ষিণ সায়েদাবাদ জনপথের মোড়ের সেবা গ্রিনলাইন বাস কাউন্টারের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত টয়োটা প্রবোক্স প্রাইভেট কারসহ ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা ফরিদপুর-কেন্দ্রিক মাদকপাচার চক্রের হোতা জিয়াদ খরাদী ও কুমিল্লা-কেন্দ্রিক মাদকপাচার চক্রের মো. খায়েরের যোগসাজসে আসামিরি কুমিল্লা থেকে ফরিদপুরে গাঁজার চালান নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

আরএসএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।