শেষ বয়সে দেশ পরিচালনার সুযোগ চাইলেন এরশাদ


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

জীবনের শেষ সময়ে একবার দেশ পরিচালনার সুযোগ চেয়ে আল্লাহ্`র কাছে প্রার্থনা করলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। এই প্রার্থনা করে তিনি বলেছেন, আমি দেশে শান্তি দেবো। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দেবো।

দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মৃত্যুতে সোমবার জাপা চেয়ারম্যানের বনানী র্কাযালয়ে ঢাকা মহানগর জাপা (উত্তর) আয়োজিত শোকসভায় তিনি এই র্প্রাথনা করেন।

এরশাদ বলনে, আমি কী কাপড় পরি, এটা নিয়ে সমালোচনা হয়। আমি কবিতা লিখি, তা নিয়েও সমালোচনা হয়। আমি কি কবিতা লিখতে পারব না? আগে প্রতিদিন রাতে ডায়েরি লিখতাম। বউকে চিঠি লিখতাম। কত ব্যাথা মনে। এখন মানুষের প্রতি মানুষের প্রেম-ভালোবাসা নেই। আমি মানুষকে ভালবেসে রাজনীতি করি।

তিনি বলেন, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দেশে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে।  প্রতিদিনই এখন শোক দিবস। মৃত্যু এখন আর আমাদের নাড়া দেয় না। শিক্ষকরাও মারা যাচ্ছেন। অবস্থার প্রতিদিন অবনতি হচ্ছে।

’৯০ এর আন্দোলনে নূর হোসনের মৃত্যুর প্রসঙ্গ টেনে জাপা চেয়ারম্যান বলেন, এখন নূর হোসেনকে নিয়ে কত কথা হয়। অথচ নূর হোসেনের জায়গায় একটা স্মৃতিসৌধও কেউ তৈরি করেনি। রাস্তায় সবাই ফুল দেয়। এই জিরো পয়েন্ট তো আমার তৈরি। আমার তৈরি জায়গায় সবাই ফুল দেয়। তিনি বলেন, এখন তো প্রতিদিনই নূর হোসেন দিবস। আয়োজক সংগঠনের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।