চন্দনাইশে বাস থেকে রাজধনেশ উদ্ধার, কারাগারে সুপারভাইজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ এএম, ৩০ মে ২০২৩

চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে দুটি বিলুপ্তপ্রায় রাজধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত বাসের সুপারভাইজার মিজানুর রহমানকে (৪৭) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মিজানুর রহমান পাবনার বেড়া উপজেলার সিংহাসন এলাকার বাসিন্দা।

চন্দনাইশে বাস থেকে রাজধনেশ উদ্ধার, কারাগারে সুপারভাইজারসোমবার (২৯ মে) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘রোববার (২৮ মে) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে বাস থেকে দু’টি রাজধনেশ পাখি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়। মিজানুর রহমান বাসের সুপারভাইজার। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

চন্দনাইশে বাস থেকে রাজধনেশ উদ্ধার, কারাগারে সুপারভাইজার

ওসি বলেন, এসব রাজধনেশ পাখি বাংলাদেশে বিলুপ্তপ্রায়। পাখি দুটির আনুমানিক দাম চার লাখ টাকা। পাখিগুলো বান্দরবানের আলীকদম থেকে ঢাকার গাজীপুরে নিয়ে যাচ্ছিল পাচারকারী। এরপর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের কথা ছিল পাখি দুটি।’

তিনদিন আগেও চট্টগ্রামের বাঁশখালীতে চারটি রাজধনেশ উদ্ধার করে পুলিশ। পাখিগুলো পাচারে জড়িত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।