শ্রীলঙ্কার বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা
বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রাথমিক দলে দলে জায়গা পেয়ছেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া সচিত্র সেনানায়েকে। একই সাথে ইংল্যান্ড সিরিজের চতুর্থ ওয়ানডে স্কোয়াডে থাকা লাশকান সান্ডাকানও দলে জায়গা পেয়েছেন। বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে থাকছেন এঞ্জেলো ম্যাথুস। এছাড়া দলে আর কোন পরিবর্তন নেই।
৩০ সদস্যের প্রাথমিক দল
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়াবর্ধনে, উপল থারাঙ্গা, ডিমুখ করুনারত্নে, আশান প্রিয়াঞ্জন, কিথুওয়ান ভিথানাগে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (উইকেট রক্ষক), নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুওয়ান পেরেরা, সেককুগে প্রসন্না, অজন্তা মেন্ডিস, সচিত্র সেনানায়েকে, জীবন মেন্ডিস, রামিথ রামবুকওয়েলা, থারিন্ডু কুশল, লাকশান সান্ডাকান, সুরঙ্গ লাকমাল, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, ধাম্মিকা প্রসাদ, শামিন্দা ইরাঙ্গা, থিসারা পেরেরা, পারভেজ মারুফ, নুয়ান প্রদীপ ও লাহিরু গামাজে।