উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশু নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৯ মে ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে অজ্ঞাতপরিচয় (১২) এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে, পরে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত শিশুকে হাসপাতালে নিয়ে আসা মো. ইমন বলেন, মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পাশে নির্মাণাধীন উড়ালসড়ক (বিআরটি) থেকে হঠাৎ একটি রড নিচে পড়ে। ছেলেটি নিচ দিয়ে যাওয়ার সময় রড তার মাথায় গেঁথে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিআরটি প্রকল্প: গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

তিনি আরও জানান, নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কাজী আল আমীন/আরএসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।