হাফিজ সাঈদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

আর ভারত-বিরোধী ট্যুইট সহ্য করা হবে। ট্যুইটার বহিষ্কার করেছে ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে। ভারত-বিরোধী বার্তা ট্যুইট করে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতেই ট্যুইটার এই পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তানের বাসিন্দা জামাত-উদ-দাওয়া প্রধান সাঈদ ট্যুইটারের একজন অ্যাকটিভ সদস্য ছিলেন। প্রায়শই তিনি ট্যুইটারের মাধ্যমে ভারত-বিরোধী বার্তা ছড়ানোর চেষ্টা করতেন। বারবার তাঁর ট্যুইটার পেজে ভেসে উঠত সন্ত্রাসী বার্তা। বেশিরভাগ ট্যুইটই প্ররোচনামূলক ও বিতর্কিত বলে অভিযোগ। ভারত-বিরোধী বার্তা দিয়ে সন্ত্রাস ছড়াতেই ট্যুইটারকে ব্যবহার করত সাঈদ। সম্প্রতি তিনি যে ট্যুইট করেছিলেন তাও ব্যতিক্রম নয়। তিনি ট্যুইটে ৭১-এর প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে ও কাশ্মীর দখলের হুমকিও দেন।

বারবার সাঈদ এই অভিযোগ তুলেছে যে , ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে। এমনকী পাকিস্তানের বন্যার জন্যও মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানায় সাঈদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।