ট্রেনে কাটা পড়ে মৃত্যু
নিজের কেনা ফ্ল্যাটে ওঠা হলো না সৌরভের
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে সৌরভ রায় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে মরদেহ উদ্ধার করি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা দুপুর সোয়া ২টার দিকে খবর পেয়ে বনানী স্টেশনের দক্ষিণ পাশ থেকে সৌরভ রায়ের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি ওই যুবক বনানী রেলস্টেশনের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা ১১ সিন্ধু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মরা যান তিনি। তার পকেটে থাকা কাগজপত্র দেখে পরিচয় জানা যায়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া থানার লক্ষ্মীপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র রায়ের সন্তান।
এদিকে খবর পেয়ে কৃষ্ণচন্দ্র রায় ঢামেক হাসপাতাল মর্গে ছুটে আসেন। তিনি বলেন, আমার ছেলে চট্টগ্রাম পোর্টে চাকরি করত। বনানীতে একটি ফ্ল্যাট কিনেছিল। আজই ওই ফ্ল্যাটে ওঠার কথা ছিল। সে কারণে সেটি দেখতে গিয়েছিল।
বর্তমানে তারা ঢাকার জিনজিরা এলাকায় ভাড়া বাসায় থাকেন বলেও জানান কৃষ্ণচন্দ্র রায়।
কেএজেডআই/ইএ/জেআইএম